Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

৬নং হাসান নগর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের প্রতিনিধি সভা

৬নং হাসান নগর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের প্রতিনিধি সভা

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা মাফরুজা সুলতানা, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি বোরহানউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজম কাজী। সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোরহানউদ্দিন। 

কাজী শহিদুল ইসলাম নাসিম সরোয়ার খান উপজেলা বিএনপি, যুবদলের আহ্বায়ক সিহাব হাওলাদার, সদস্য সচিব জসিম খাঁন স্বেচ্ছাসেবক দল। ছাত্রদলের আহ্বায়ক লিটন সিকদার।।সদস্য সচিব তানজিল হাওলাদার। ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন মূলদল সভাপতি বাবর চৌধুরী। সাধারন সম্পাদক নজরুল হাওলাদার। যুবদলের আহ্বায়ক আজাদ ভূইয়া। যুগ্ম আহ্বায়ক মন্নান সিকদার। নুর উদ্দিন চৌধুরী। 

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াদ সর্দার। ছাত্রদল সভাপতি নাঈম চৌধুরী। সাধারণ সম্পাদক রাসেল ভূইয়া। জাহিদ মহাজন, রিয়াজ, সোহেল পাটারী, মাফুজ, জিসান আরো অনেকেই।

ইউনিয়ন প্রতিনিধি সভায় বক্তব্যে ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি সবুজ পাটারী বলেন, আমাদের যুবদলের সার্বক্ষণিক খোঁজখবর রাখেন উপজেলা যুবদলের, আহ্বায়ক সিহাব হাওলাদার ও সদস্য সচিব, জসিমউদদীন খাঁন। আমার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, আজাদ ভূইয়া। যুগ্ন আহ্বায়ক মন্নান সিকদার ও নূরউদ্দিন চৌধুরী। তিনি বলেন তারা যদি আরো ভালো করে আমাদের পরিচালনা করে আশা করি আমাদের হাসান নগর যুবদল আরো শক্তিশালি কমিটি হবে। আমাদের জননেতা হাফিজ ইব্রাহিমের হাত কে শক্তিশালি করবো ইনশাআল্লাহ। 

ছাত্র দলের ৫নং ওয়ার্ড সভাপতি রুবেল, ও ৬নং ওয়ার্ড সভাপতি সিহাব বক্তব্যে বলেন, আমাদের ছাত্রদল সাংগঠনিক কার্যক্রম পরিপূর্ণ ভাবে চলতেছে।উপজেলা আহব্বায়ক ডেনিশ চৌধুরী, ও সদস্য সচিব তানজিল হাওলাদার। ইউনিয়ন আহ্বায়ক নাঈম চৌধুরী দ্বারা আমাদের ইউনিয়ন সভাপতি সর্বক্ষনিক খোজখবর নেন। তারা আরো বলেন উপজেলার নেতৃত্ববৃন্দ যদি আমাদের দিকে আরো ভালো করে দেখে নাঈম চৌধুরী নেতৃত্ব আমারা হাসান নগর ইউনিয়ন ছাত্রদল একটি শক্তিশালি সংগঠন দল হিসাবে উপহার দিতে পারবো আমরা আশাবাদী ইনশাআল্লাহ। 

প্রধান অতিথি মাফরুজা সুলতানা বলেন, আমাদের বিএনপি দলে সকল নেতাকর্মী সকলে সমন্বয় করে কাজ করতে হবে এবং দলে কোনো হাইব্রিড জায়গায় হবে না। আমাদের যে সকল নেতাকর্মী আওয়ামী কে লেয়াজু করবে তাদের কে দল থেকে বহিষ্কার করবো। আরো বলেন হাইব্রিড দিয়ে আমাদের দল ভারী করতে হবে না।

 
মো.সোহেল/কেএ

নামাজের সময়সূচী

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪