জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলা
জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যেখানে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) ভোরে জর্ডানের রাবিয়াহ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ কর্মকর্তা আহত হন। খবর জেরুজালেম পোস্ট।
জর্ডানের পুলিশের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পেট্রা নিউজ এজেন্সি জানায়, হামলাকারী নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালালে, পুলিশ সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং পাল্টা আক্রমণে ওই ব্যক্তি নিহত হন।
এ সময়, পুরো এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয় এবং পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, হামলার পর ইসরায়েলি দূতাবাসের চারপাশে পুলিশি প্রহরা আরও শক্তিশালী করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর রাবিয়াহ মহল্লায় পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছায়। পুলিশ এলাকাবাসীকে বাড়িতে থাকার পরামর্শ দেয়।
ইসরায়েলি দূতাবাসে এটি নতুন কোনো ঘটনা নয়; ইসরায়েলি দূতাবাসের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন জায়গায় হামলার ঘটনা বাড়ছে, বিশেষত গাজা ও ফিলিস্তিনের পরিস্থিতির পর।
এসব হামলার পেছনে সাধারণত ফিলিস্তিনিদের অধিকার এবং ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের বিরোধিতা রয়েছে। বিশেষত, ইসরায়েলি গণহত্যা বিরোধী বিক্ষোভের কারণে প্রায়ই এসব হামলার উদ্ভব হয়।
এ ছাড়াও ইসরায়েলি দূতাবাসের আশপাশে নিয়মিতভাবে মানবাধিকার এবং গণহত্যা বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা ইসরায়েলের বিরুদ্ধে বিরোধিতা ও ক্ষোভের প্রতিফলন।
কেএ