এআই নির্ভর নতুন আইপ্যাড উন্মোচন
অ্যাপল তাদের নতুন প্রজন্মের আইপ্যাড মিনি উম্মোচন করেছে। নতুন ডিভাইসটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যুক্ত হয়েছে রাইটিং টুলস, উন্নত সিরি অ্যাসিস্ট্যান্টসহ একাধিক এআই ফিচার।
আইফোন এআই সক্ষমতাকে গুরুত্ব দিয়ে নতুন ডিভাইসটিকে আনছে। নতুন এ আইপ্যাড মিনিতে থাকছে অ্যাপলের এ১৭ প্রো চিপ, যা আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্স মডেলে ব্যবহার করা হয়েছে।
এতে রয়েছে ছয় কোরের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বর্তমান জেনারেশনের আইপ্যাড মিনির তুলনায় ৩০ শতাংশ বেশি শক্তিশালী এই সিপিইউ।
চলতি মাসেই অ্যাপল আইপ্যাডওএস ১৮. ১ আপডেট আনবে। যেখানে প্রথম ধাপের এআই ফিচার গুলো যুক্ত থাকবে। প্রাথমিক ভাবে ইংরেজি সংস্করন আপডেট করা হবে।
অ্যাপল বাড়তি ফিচার হিসেবে ইমেজ জেনারেশন টুলস জেনমোজি এবং চ্যাটজিপিটি নির্ভর সক্ষমতাগুলো আগামী কয়েক মাসের মধ্যে যুক্ত করবে। ইতোমধ্যেই ৪৯৯ ডলারে শুরু হওয়া নতুন আইপ্যাড মিনির প্রি-অর্ডার চালু হয়েছে।
আগামী সপ্তাহেই ডিভাইসটি অ্যাপল স্টোর ও ক্রেতাদের কাছে পৌঁছে যাবে।
এএজি