বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে 'ফ্রেশার্স ডিবেট ৫.০' অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত 'ফ্রেশার্স ডিবেট ৫.০' এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪.০০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী মসিউর রহমান মুক্তমঞ্চে এটি অনুষ্ঠিত হয়।
'ফ্রেশার্স ডিবেট ৫.০'-এ "এই সংসদ বাংলাদেশ সংবিধানের সংস্কার নয়, পুনর্লিখন চায়" বিষয়ক বিতর্কে সরকারি দল ইতিহাস বিভাগকে হারিয়ে বিরোধী দল বিএমবি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান, সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. রাজীউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক বিতার্কিক, বিচারকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, "আমার কাছে এসব কর্মকাণ্ড অত্যন্ত ভালো লেগেছে। এখানে এমন কিছু কার্যক্রম হচ্ছে, যা মানুষের সুস্থ মনন ও সৃজনশীলতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিবেটিং এমন একটি মাধ্যম যা মানুষের সাংস্কৃতিক উৎকর্ষ সাধনে সহায়ক। 'এই সংসদ বাংলাদেশ সংবিধানের সংস্কার নয়, পুনর্লিখন চায়' বিষয়ে যারা পক্ষে-বিপক্ষে অংশগ্রহণ করেছে, তারা অত্যন্ত সুন্দরভাবে বিতর্ক সম্পাদন করেছে। আমি এই ধরনের সৃজনশীল কর্মকাণ্ডে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের জন্য উৎসাহিত করব।"
উল্লেখ্য, ডিবেটিং সোসাইটির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে 'ফ্রেশার্স ডিবেট ৫.০' আয়োজন করা হয়। ইভেন্টের কনভেনর ছিলেন বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক মো. ইমন হোসেন।
টিএ