'জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি আবহাওয়াবিদ্যা ও ফসল মডেলিং অপরিহার্য'
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি আবহাওয়াবিদ্যা ও ফসল মডেলিং আধুনিক কৃষির অপরিহার্য দিক। কৃষি উৎপাদন ব্যবস্থাকে টেকসই করতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই প্রযুক্তির গুরুত্ব দিন দিন বাড়ছে। বাকৃবি সবসময় কৃষি ও প্রযুক্তির উন্নয়নে গবেষণার অগ্রভাগে রয়েছে। এ ধরনের সেমিনার নতুন গবেষণা এবং উদ্ভাবনের পথ খুলে দেয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত 'কৃষি আবহাওয়া বিদ্যা ও ক্রপ মডেলিং এর বিভিন্ন দিক এবং আধুনিক কৃষিতে এর ক্রমবর্ধমান আগ্রহ' শীর্ষক সেমিনারে এসকল কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। কৃষি আবহাওয়া তথ্যপদ্ধতি উন্নতকরণ প্রকল্পের অর্থায়নে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কৃষি অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান এবং কৃষি সম্প্রসারণ বিভাগের এএমআইএসডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. শাহ
কামাল খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পার্টনার প্রকল্পের পরামর্শক ড. মইন উস সালাম। সেমিনারের মূল আলোচনা করেন এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের প্রাতিষ্ঠানিক আলোচনা বিশেষজ্ঞ ড. নূর আহমেদ খন্দকার।
আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউএসডিএ ফুড ফর প্রোগ্রেস বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট লাইভস্টক প্রকল্পের প্রধান ড. বিদ্যুৎ কুমার মহালদার। মূল প্রবন্ধে ড. মইন উস সালাম আধুনিক কৃষিতে কৃষি আবহাওয়াবিদ্যা ও ফসল মডেলিং-এর ভূমিকা, কার্যকারিতা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি ফসল উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব, আবহাওয়ার পূর্বাভাসের তথ্যের যথাযথ ব্যবহার এবং কৃষি ব্যবস্থাপনায় ফসল মডেলিং প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরেন। পাশাপাশি কৃষি উৎপাদনে প্রযুক্তিগত উদ্ভাবনের গুরুত্ব এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য বাংলাদেশে এ সংক্রান্ত গবেষণা ও প্রণীত নীতিমালার প্রাসঙ্গিকতাও তুলে ধরেন তিনি।
ড. মইন উস সালাম বলেন, কৃষি আবহাওয়াবিদ্যা ও ফসল মডেলিং আধুনিক কৃষিতে টেকসই উ পাদন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক আবহাওয়ার তথ্য এবং মডেলিং প্রযুক্তির মাধ্যমে
ফসলের ফলন বাড়ানো, ক্ষয়ক্ষতি কমানো এবং কৃষকের সিদ্ধান্ত গ্রহণকে সহজ করা সম্ভব।
টিএ