দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের ২৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে জুনিয়র টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস খেলেছেন রিজান হোসেন।
রোববার (১০ আগস্ট) টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার এবং রিফাত বেগ। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনেরই কেউই। ২২ বলে ১৬ রান করে পাওয়ার প্লের শেষ ওভারে সাজঘরে ফেরেন রিফাত।
দলীয় ৩ রান যোগ হতেই রান আউট হন আরেক ওপেনার আবরার। ৪২ বলে ২১ রান করেন তিনি। তিনে ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি অধিনায়ক আজিজুল হক তামিমও। ২৮ বলে ৭ রান করেন তিনি।
এএজি