Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশ-বাহরাইন প্রথম প্রস্তুতি ম্যাচ আজ

বাংলাদেশ-বাহরাইন প্রথম প্রস্তুতি ম্যাচ আজ
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইয়ের মূলপর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন এখন লাল-সবুজ তরুণদের চোখে। বাছাইপর্বের আসল লড়াই শুরু হতে বাকি আর কয়েক দিন। যেখানে তাদের অপেক্ষা কঠিন প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর আর ইয়েমেন। বাছাইয়ে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স আপ দল পাবে মূল পর্বের টিকিট। আর কঠিন মিশনে নামার আগে বাংলাদেশ দল নিজেদের প্রস্তুত করছে বাহরাইনে গিয়ে। সেখানে স্বাগতিকদের অনূর্ধ্ব ২৩ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেই নিজেদের সামর্থ্য যাচাই করবে দল। যার মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ মাঠে গড়াবে আজ।

আর এই ম্যাচে লাল-সবুজের যুবাদের লক্ষ্য নিজেদের মেলে ধরার, দুর্বলতা খুঁজে বের করার এবং লড়াইয়ের মানসিকতা গড়ে তোলার আসল সুযোগ। দীর্ঘ ভ্রমণ শেষে দল নেমেছে মাঠে, মানিয়ে নিয়েছে আবহাওয়ার সঙ্গে, আর এখন অপেক্ষা মাঠের সেই চূড়ান্ত পরীক্ষার। যদিও প্রথম ম্যাচে থাকবেন না দলের তারকা মুখ শেখ মোরসালিন। চোটের কারণে বিশ্রামে থাকবেন তিনি। এমনটি জানিয়েছেন দলের হেড কোচ টিটু ক্লোজ ডোরে অনুষ্ঠিত হবে আজকের প্রথম প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। 

এই ম্যাচের আগে গতকাল এক ভিডিও বার্তায় নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু। এই ম্যাচকে দেখছেন বড় এক পরিমাপক হিসেবে। তার ভাষায়, 'এই ম্যাচটা (বাহরাইনের বিপক্ষে) আমাদের জন্য বড় একটা সুযোগ বলে আমি মনে করি। বাহরাইন ভিয়েতনামের মতোই শক্তিশালী একটা দল। তো আমি মনে করি আমরা নিজের শক্তি, সামর্থ্য এবং খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার যেই বিষয়টি, সামনের দুটি ম্যাচ দিয়ে তৈরি করতে যাচ্ছি।'

 


এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪