Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

আজ থেকে শুরু হচ্ছে সোহানদের লড়াই

আজ থেকে শুরু হচ্ছে সোহানদের লড়াই
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডারউইনে আজ থেকে শুরু হচ্ছে টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে। টুর্নামেন্টটির গেল আসরে ফাইনালে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশ এইচপির। এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে ১১ দলের টুর্নামেন্টটিতে অংশ নিয়েছে বাংলাদেশ 'এ' দল। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় শক্তিশালী পাকিস্তান শাহিনসের বিপক্ষে শুরু হবে নুরুল হাসান সোহানদের অভিযান, যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

সোহানের নেতৃত্বে দলে আছেন আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ ও মাহিদুল ইসলাম অঙ্কনের মতো জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার। পেস আক্রমণে আছেন রিপন মন্ডল ও মুশফিক হাসান, সঙ্গে স্পিনে রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি। অনেকে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পেলেও ঘরোয়া লিগ ও বয়সভিত্তিক ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন।

ডারউইনের আবহাওয়া ও উইকেট বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সম্পূর্ণ নতুন। সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে স্থানীয় দল ডিআইএক্সআইকে ৩৭ রানে হারিয়ে দল পেয়েছে কন্ডিশনের আগাম ধারণা। কোচ মিজানুর রহমান বাবুলের মতে, বাতাসের প্রবাহ ও উইকেটের আচরণ বুঝে নেওয়াই ছিল প্রস্তুতির বড় সুফল। তার ভাষায়, বোলারদের লাইন-লেংথের পাশাপাশি ব্যাটারদের বড় মাঠে শট খেলার কৌশলও শিখতে হয়েছে।

 


এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪