Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ১১ মে ২০২৪

নওগাঁর আত্রাইয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা

নওগাঁর আত্রাইয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা
ছবি: দেশদেশান্তর২৪.কম

নওগাঁর আত্রাই উপজেলার গুড়নই গ্রামে চলছে শীতকাল সবজি চাষের আমেজ।এসময়ে দেখা মেলে এ অঞ্চলের কৃষকেরা অধিক লাভের আশায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পাড় করছেন। 

এ বছর বন্যার পানিতে ডুবে যাওয়া উচুঁ জমি থেকে পানি কিছুটা দেরিতে নামার কারনে উচুঁ জমিগুলোতে শীত কালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপন ও পরিচর্যায় কৃষক পরিবারের ব্যস্ততা বেড়েছে। 

সবুজে সবুজে ভরে উঠেছে আবাদি কৃষি জমি। বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে সারি সারি ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন, মুলা, করলা, পটোল, পালং ও লালশাকসহ রকমারি শীতকালীন সবজির চারা। আবাদি জমিতে এসব  ফসল পরিচর্যায় ব্যস্ত এখন কৃষকেরা। 

কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠেই কৃষক, জমিতে পুরাতন ঐতিহ্য গরুর হালচাষ,চারা রোপন ও ক্ষেতের গোড়ায় পানি ঢেলে যত্ন নিচ্ছেন। তাদের কেউ কেউ দাঁড়িয়ে কোদাল চালাচ্ছেন, অনেকেই গাছের গোড়ালির পাশ দিয়ে ঘোরাচ্ছেন নিড়ানি। কেউ আবার নেতিয়ে পড়া চারার স্থলে সতেজ চারা প্রতিস্থাপন করছেন। এভাবে শীতকালীন সবজি নিয়ে চলছে কৃষকের কর্মযজ্ঞ। বেড়েই চলছে কৃষকদের কাজের চাপ। ধান চাষে তেমন একটা সুবিধা করতে পারছেন না অনেক কৃষক। কোনোভাবেই লোকসান ঠেকাতে পারছেন না তারা। তাই রকমারি সবজি চাষে ঝুঁঁকে পড়েছেন উপজেলার অনেক কৃষক। 

শুধু নিজেদের চাহিদাই নয়, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি। শীতের শুরুতে নওগাঁর জেলা আত্রাই উপজেলাসহ জেলা শহরে বিভিন্ন জাতের সবজি পাঠাবেন বলেই কৃষকদের এমন প্রস্তুতি। 

উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষি সম্প্রসারন অফিসার শ্রী অভিজিৎ কুন্ডু জানান, কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছেন উপজেলা কৃষি অধিদপ্তর। 

তিনি বলেন, বর্তমানে শিম,পালংশাক,বেগুন,মূলাশাক, ফুল কপি,বাঁধা কপি,করলা,লাউ,টমেটোর আবাদ চলছে। সবজি চাষে যুক্ত উপজেলার কৃষকরা এবার বেশ উৎফুল্ল। কারণ তারা প্রাকৃতিক অনুকুল পরিবেশের জন্য এবার উৎপাদিত ফসলের ফলন ও দামভালো পাবেন বলে তিনি  মনে করছেন। কৃষি বিভাগের লোকজন নিয়মিত মনিটরিংয়ে আধুনিক পদ্ধতির ব্যবহার বেড়েছে।
এমআইপি