Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪

চলতি বছরের ঢাকা বোর্ডের এইচএসসির খাতা চ্যালেঞ্জ

ঢাকা বোর্ডে ২ লাখ ৭১ হাজার খাতা চ্যালেঞ্জ

ঢাকা বোর্ডে ২ লাখ ৭১ হাজার খাতা চ্যালেঞ্জ
প্রতীকী ছবি

চলতি বছরের ঢাকা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ২ লাখ ৭১ হাজার খাতা চ্যালেঞ্জ করেছেন। আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হবে।

ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর ফল পুনর্নিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া শেষ হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, মূল ফল প্রকাশের এক মাসের মধ্যে এ ফল প্রকাশ করতে হয়। সে হিসেবে আমরা ২৬ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবো।

গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আগামী ২৭ নভেম্বর থেকে খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে এসএমএসে আবেদন করেছেন শিক্ষার্থীরা।

এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। তবে প্রতি বছরই খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষা কিছু শিক্ষার্থীর ফলে ইতিবাচক পরিবর্তন আসে।


কেএ

নামাজের সময়সূচী

শুক্রবার, ১০ মে ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪