Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের দাবিতে  ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের দাবিতে  ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের শিক্ষার্থীরা। 

সোমবার (২১ অক্টোবর) মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে মানববন্ধন থেকে এ ঘোষণা দেন এপিপিটি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভাগটির নাম ও ডিগ্রি বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক নয় বলে ও দাবি করেন এবং এ কারনে শিক্ষার্থীদের কর্মসংস্থানের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানান তারা।

এপিপিটি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের হোসাইন বলেন, "শুরু থেকেই আমাদের বিভাগের নাম এবং ডিগ্রি ছিল এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি। কিন্তু যথেষ্ট কর্মক্ষেত্র না থাকায় শিক্ষার্থীদের দাবির মুখে ডিগ্রির নাম পরিবর্তন করে 'এগ্রো প্রসেস অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং' করা হয়। যদিও আমাদের সিলেবাস পুরোপুরি ফুড ইঞ্জিনিয়ারিং-এর সাথে সামঞ্জস্যপূর্ণ করে সাজানো হয়েছে, তবুও বিভাগের নাম ও ডিগ্রির অসামঞ্জস্যতার কারণে আমাদের প্রাক্তন গ্রাজুয়েট শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ডিগ্রি নামে অসামঞ্জস্য এবং ডিগ্রি নামের সাথে অতিরিক্ত এগ্রো প্রসেস যুক্ত থাকায় আমাদের প্রাক্তন গ্রাজুয়েটেড শিক্ষার্থীরা ফুড ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত সরকারি বেসরকারি অনেক কর্মক্ষেত্র যেমন BSTI, Bangladesh Food Safety Authority, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষনা ইন্সটিটিউট, বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট সহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এবং হচ্ছে । ইতিপূর্বে আমরা আমাদের সমস্যার কথা ডিপার্টমেন্টে জানালে ডিপার্টমেন্ট থেকে শুধু আশার আলো দেখিয়ে যাচ্ছিল। গত দুই থেকে আড়াই মাস আমরা এপ্লিকেশন দেয়া থেকে শুরু করে সকল ডকুমেন্টস ডিপার্টমেন্ট এ জমা দিলেও বাস্তবিক অর্থে কাজের কোন প্রকার অগ্রগতি আমরা দেখতে পাইনি। তারই ধারাবাহিকতায় এপিপিটি বিভাগের সকল শিক্ষার্থীরা আজকে মানব বন্ধন করি।

তিনি আরও বলেন, আমরা এ বিষয়ে বিভাগকে জানিয়েও সমাধানের কোনো অগ্রগতি দেখতে পায়নি। তাই বিভাগ এবং ডিগ্রির নাম পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা এপিপিটি বিভাগের সকল শিক্ষার্থী বিভাগের সকল ধরনের ক্লাস, পরীক্ষা এবং ল্যাব কার্যক্রম বর্জন করছি।

এ বিষয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত বলেন, "আমরা বৈষম্যের শিকার। আমাদের বলা হয়েছিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। আমাদের সার্টিফিকেটে শুধু 'ব্যাচেলর অফ সায়েন্স' লেখা আছে, যা প্রথাগত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নয়। আমাদের কোর্স ফুড ইঞ্জিনিয়ারিং-এর সিলেবাসের সাথে মিলে গেলেও, আমরা কেন ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাচ্ছি না? আমরা আমাদের পরিচয় সংকটে ভুগছি এবং এর সমাধান না হলে কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেব না।"

প্রাক্তন শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, "২০১৮ সালে ডিগ্রির নাম পরিবর্তন করে 'বিএসসি ইন এগ্রো প্রসেস অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং' করা হলেও, চাকরির ক্ষেত্রে এ ডিগ্রির কোনো মূল্যায়ন নেই। শুধুমাত্র ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ধারীরা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন। তাই বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তন করে ফুড ইঞ্জিনিয়ারিং করা জরুরি।"

এ বিষয়ে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, "শিক্ষার্থীদের দাবির বিষয়ে কাজ শুরু হয়েছে। তারা মানববন্ধন করেছে এবং ক্লাস-পরীক্ষা বর্জন করেছে, তবে আমাদের তা জানানো হয়নি। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি।"

 
কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪