Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বিমানে আটকা পড়েছে মোদি

বিমানে আটকা পড়েছে মোদি
নরেন্দ্র মোদি

দিল্লিগামী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঝাড়খণ্ডে আটকা পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে রাজধানী নয়াদিল্লিতে ফিরতে বিলম্ব হচ্ছে তার।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, যান্ত্রিক ত্রুটির সমাধান না হওয়া পর্যন্ত এবং ভারতীয় বিমানবাহিনীর বিমানকে নয়াদিল্লি থেকে দেওঘরে না পাঠানো পর্যন্ত বিমানবন্দরেই আছেন মোদি।

ভারতের ঝাড়খণ্ডের আদিবাসী নেতা বীরসা মুন্ডার জন্মবার্ষিকী এবং আদিবাসী অধ্যুষিত রাজ্যের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ সামনে রেখে দুটি জনসভায় অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, প্রচার সভা সেরে দেওঘর থেকে বিমানে দিল্লি ফিরছিলেন মোদি। তখনই ঘটে এক বিপত্তি।

ঘটনার পরপরই বিমানটি পরীক্ষা-নিরীক্ষার কাজে ছুটে যায় একটি বিশেষজ্ঞ দল। এছাড়া জোরদার করা হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা। যখন ত্রুটি ধরা পড়ে প্রধানমন্ত্রী মোদি বিমানেই ছিলেন এবং দেওঘরে বিমানটি থামানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ। বিমানবাহিনীর বিমান আসার আগে ত্রুটি সংশোধনের চেষ্টাও করা হচ্ছে বলে জানান তারা।

এদিকে একই দিন দেওঘর থেকে ৮০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের গোড্ডায় হেলিকপ্টারে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসির তরফে কংগ্রেস নেতা হেলিকপ্টারকে ওড়ার অনুমতি দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে গিয়ে বিধি ভেঙে রাহুলের হেলিকপ্টারকে ওড়ার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে কংগ্রেস ।

 
কেএ