Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

৫৪তম স্বাধীনতা দিবস: জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি

৫৪তম স্বাধীনতা দিবস: জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি
ফাইল ছবি

আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস। ঐতিহাসিক এই দিনে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যার ফলে বাংলাদেশের জন্ম হয়।

সকালে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করেন। রাষ্ট্রীয় কায়দায় শহীদদের প্রতি সালাম জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল। এরপর সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে ফুল অর্পণ করেন।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেক যোদ্ধাও শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে এসেছিলেন। তাদের অনেকের হাতেই দেখা যায় লাল-সবুজের বিজয় পতাকা।

"নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা বিজয়ী হয়েছি। যাদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশে জন্ম নিতে পেরেছি, তাদের অনেকেরই নাম জাতির জানা নেই। কিন্তু, তারা মিশে আছেন আমাদের অস্তিত্বের সাথে।"

এদিকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো।

এছাড়াও, দিবসটি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


এমআইপি

নামাজের সময়সূচী

রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন