Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বাকৃবিতে রোভার স্কাউটের কর্মপরিকল্পনা প্রণয়ন ও অ্যাওয়ার্ডপ্রাপ্তির সংবর্ধনা

বাকৃবিতে রোভার স্কাউটের কর্মপরিকল্পনা প্রণয়ন ও অ্যাওয়ার্ডপ্রাপ্তির সংবর্ধনা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্ত মো. রবিউল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স রুমে এ আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. শহীদুল হক, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, স্কাউট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ছাদেকা হক এবং রোভার গ্রুপ সম্পাদক ড. মোহাম্মদ জহিরুল আলম।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্ত মো. রবিউল ইসলামকে ইউনিটের লোগোসহ স্যুট উপহার দিয়ে সম্মানিত করা হয়।

এসময় ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, জুলাই-আগস্টের সংগ্রামে ৯ জন রোভার স্কাউট শহীদ হয়েছেন। এটি যেমন আমাদের গর্বিত করে, তেমনি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। রোভাররা শুধু সমাজসেবায় নয়, পড়াশোনাতেও শীর্ষে।

উপাচার্য ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, রোভার স্কাউটের কাজ সব সময় শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয়। দুর্যোগকালীন তাদের ভূমিকা অনন্য। আমি মনে করি রোভার স্কাউটের সদস্যসংখ্যা বাড়ানো জরুরি, কারণ এ ধরনের সংগঠন সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 
কেএ

নামাজের সময়সূচী

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪