Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ডিআইইউ সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে বার্ডে সফলভাবে বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

ডিআইইউ সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে বার্ডে সফলভাবে বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে কুমিল্লার বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টে (বার্ড) তিনদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। 

১৯ থেকে ২১ নভেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সমাজবিজ্ঞান বিভাগের ৪১তম (১ম শিফট) ও ৪২তম (১ম শিফট) ব্যাচের ৪৮ জন শিক্ষার্থী এবং ৬ জন শিক্ষকসহ মোট ৫৪ জনের একটি দল অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জাহিদুল ইসলাম।

"Attachment Programme on Food and Nutrition Programme Planning and Management" শিরোনামের এ প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানের সমন্বয় ঘটানো। প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষার্থীরা কুমিল্লা মডেল এবং বার্ডের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

প্রশিক্ষণের প্রথম দিনে তিনটি একাডেমিক সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলোতে শিক্ষার্থীদের রুরাল সোসিওলজি ও উন্নয়ন ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রথম সেশনে বার্ডের ডেপুটি ডিরেক্টর (প্রশিক্ষণ) রাখি নন্দী আলোচনা করেন।

দ্বিতীয় সেশনে ড. এস.কে. মাসুদুর রহমান, ডিরেক্টর (রুরাল এডুকেশন), শিক্ষার্থীদের সামনে তার অভিজ্ঞতা তুলে ধরেন।

তৃতীয় সেশনে ডিআইইউর ট্রেজারার প্রফেসর ড. জাহিদুল ইসলাম উন্নয়ন ব্যবস্থাপনার ওপর আলোকপাত করেন।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা কুমিল্লার পার্শ্ববর্তী উজিরপুর গ্রামে মাঠপর্যায়ের কাজ করেন। তারা গ্রামীণ জনজীবন ও উন্নয়ন কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহের সুযোগ পান।

সন্ধ্যায় শিক্ষার্থীদের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বার্ডের পরিচালক মিজানুর রহমান, যুগ্ম-পরিচালক আব্দুল্লাহ আল হোসেন, এবং সহকারী পরিচালক রয়েল খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের শেষ দিনে শিক্ষার্থীরা মাঠপর্যায়ে সংগৃহীত তথ্য উপস্থাপন করেন। তাদের প্রেজেন্টেশনের ওপর ভিত্তি করে রিপোর্ট জমা দেওয়া হয়।

ক্লোজিং সেশনে প্রধান অতিথি ছিলেন ডিআইইউর ট্রেজারার প্রফেসর ড. জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বার্ডের অতিরিক্ত মহা-পরিচালক ড. আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের যুগ্ম-পরিচালক ড. বেনজির আহমেদ, গবেষণা বিভাগের পরিচালক ড. মিজানুর রহমান, এবং সহকারী পরিচালক রয়েল খান।

এই ফিল্ডওয়ার্ক ও প্রশিক্ষণের অংশ হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বার্ডের মধ্যে একটি Memorandum of Understanding (MOU) সম্পাদনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই চুক্তি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সুযোগ উন্মোচন করবে।

সমাপনী বক্তব্যে সমাজবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক জমশেদুর রহমান প্রশিক্ষণ আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য ডিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বার্ড কর্তৃপক্ষ, এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের এমন আয়োজন থেকে অর্জিত জ্ঞানকে ভবিষ্যতে কাজে লাগানোর আহ্বান জানান।

এভাবেই সফলভাবে শেষ হয় ডিআইইউর সমাজবিজ্ঞান বিভাগের বুনিয়াদি প্রশিক্ষণের বিশেষ আয়োজন।

 
কেএ

আরও পড়ুন