Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪

ইউটিউব ভিডিও দেখা বন্ধ হচ্ছে নির্দিষ্ট অ্যাপে

ইউটিউব ভিডিও দেখা বন্ধ হচ্ছে নির্দিষ্ট অ্যাপে
ছবি: সংগৃহীত

ভিডিও শেয়ার করার জনপ্রিল সামাজিকমাধ্যম ইউটিউব। ২০০৫ সালে ইউটিউব যাত্রা শুরু করে। ইউটিউবে শুধু শেয়ার করা না, ভিডিও ক্লিপ, সিনেমা, গান, ডকুমেন্টরি এবং আরও নানা ধরনের ভিডিওর বিশাল একটি আর্কাইভে পরিণত হয়েছে।

গুগোলের অংশ হওয়ার পর থেকে হোস্টেড এডসেন্সের মাধ্যমে অ্যাড দেখিয়ে এখান থেকে অর্থ উপার্জনও করা যাচ্ছে। যদিও আনেকে কাছে এ অ্যাড বিরক্তির কারণ।

ব্যবহারকারীরা বিড়ম্বনা এড়াতে অ্যাড ব্লকার ব্যবহার করে ভিডিও দেখতেন। গত বছর থেকে বিভিন্ন দেশে অ্যাড ব্লকার ব্যবহারকারীদের ভিডিও দেখার সুযোগ বন্ধ করে দেয় ইউটিউব। এবার থার্ড পার্টির তৈরি এসব অ্যাপের মাধ্যমে ইউটিউবের ভিডিও দেখা সম্পূর্ণরূপে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউটিউবে ভিডিও দেখতে ব্যবহারকারীরা অ্যাড ব্লকার ব্যবহারে অন্য প্রতিষ্ঠানের অ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখেন। নতুন নেওয়া এ সিদ্ধান্তে- বিভিন্ন দেশ থেকে থার্ড পার্টি প্রতিষ্ঠানের তৈরি অ্যাপের মাধ্যমে ইউটিউবে ভিডিও দেখা যাবে না।

বিজ্ঞাপন মূলত ইউটিউব আয়ের প্রধান উৎস। পাশাপাশি কনটেন্ট নির্মাতাদের আর্থিক সহায়তা দিতে ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করা হয়ে থাকে। যদিও অ্যাড ব্লকার ও থার্ড পার্টি প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ ব্যবহার করে ইউটিউবের ভিডিও দেখলে কমসংখ্যক মানুষ বিজ্ঞাপন দেখেন। ফলে ইউটিউবের আয়ের পরিমাণ কমে যায়। কনটেন্ট নির্মাতারাও কম অর্থ পান। এ কারণেই পর্যায়ক্রমে সব দেশে অ্যাড ব্লকার ও থার্ড পার্টি প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ ব্যবহার বন্ধ করছে ইউটিউব।

বিজ্ঞাপন দেখার বিড়ম্বনা থেকে মুক্তি পেতে অর্থের বিনিময়ে ইউটিউব প্রিমিয়াম সুবিধা চালু রয়েছে ইউটিউবে। বাংলাদেশের ব্যবহারকারীদের জন্যও বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার সুবিধা চালু করেছে। ভিডিও শেয়ারিং সাইটের এই সুবিধার নাম ইউটিউব প্রিমিয়াম। এই সুবিধা নিতে চাইলে ব্যবহারকারীকের সাবস্ক্রিপশন নিতে হবে। এই সাবস্ক্রিপশন নিতে প্রতি মাসে খরচ হবে ২৩৯ টাকা। তবে প্রথম মাস ফ্রি টায়াল হিসেবে ব্যবহার করা যাবে। 


কেএ

নামাজের সময়সূচী

শুক্রবার, ১০ মে ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪