৪৭তম বিসিএসের বিজ্ঞাপন পেছাবে না
৪৭তম বিসিএসের বিজ্ঞাপন পেছাবে না। সময়মতোই হবে বলে জানিয়েছে পিএসসি। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে আগেই পদসংখ্যা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন দিতে আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তারা পদসংখ্যা পাঠালে আমরা কাজ শুরু করতে পারবো। কেননা, তাদের পাঠানো পদ আমাদের যাচাই করে দেখতে হয়। এটি করতে কিছুটা সময় দরকার হয়।
সোহরাব হোসাইন বলেন, মন্ত্রণালয় পদ পাঠালে আমরা তা যাচাই করে যথাসময়ে এই বিসিএসের বিজ্ঞাপন দেব। সময় অনুযায়ী ৩০ নভেম্বরে বিজ্ঞাপন দেয়া হবে।
এর আগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৪তম বিসিএসের ১, ৪ ও ৫ আগস্টের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে পিএসসি। স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে হতে পারে, তা পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।
এএজি