রাজধানীজুড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, আটক ১৯
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই সঙ্গে পৃথক এসব অভিযানে ২১ কেজি গাঁজা ছাড়াও ৩ হাজার পিস ইয়াবা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এরমধ্যে বুধবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও রেলগেইট এলাকা থেকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে এক নারী মাদক কারবারিকে আটক করে আভিযানিক দল। ওই সময় পার্শ্ববর্তী বস্তিতে চিরুনি অভিযান চালানো হয়।
অভিযানে সন্দেহভাজন প্রত্যেক ব্যক্তি ছাড়াও প্রতিটি ঘরে তল্লাশি চালানো হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অনেকেই পালিয়ে যেতে সক্ষম হন। অন্যদিকে রাজধানীর মতিঝিল এলাকায় অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজন মাদক কারবারির সঙ্গে অভিযান সংশ্লিষ্টদের হাতাহাতির ঘটনাও ঘটে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মানজুরুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান এখনো চলমান। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মাদকদ্রব্যসহ ১৯ জনকে আটক করা হয়েছে। রাজধানীতে মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
টিএ