Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

বশেমুরবিপ্রবিতে নতুন উপাচার্য ও উপ-উপাচার্যের যোগদান

বশেমুরবিপ্রবিতে নতুন উপাচার্য ও উপ-উপাচার্যের যোগদান
ছবি: বশেমুরবিপ্রবিতে নতুন উপাচার্য ও উপ-উপাচার্যের যোগদান

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আজ বুধবার (৩০ অক্টোবর) পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, এবং দ্বিতীয় উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মোঃ সোহেল হাসান। 

সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন এবং দুপুর ২টায় উপ-উপাচার্য ড. মোঃ সোহেল হাসান যোগদান করেন। 

তাদের এই যোগদানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

নবনিযুক্ত উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর দায়িত্ব গ্রহণের পর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত সকলেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে তার কাছে মতামত তুলে ধরেন। 

এদিকে নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোঃ সোহেল হাসান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, "আমি এই বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।"

উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন, "আমি রাজনীতিমুক্ত, পুরোদস্তর একজন একাডেমিক মানুষ। ৩২ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, রিসার্চ করেছি। শিক্ষার্থীদের সহায়তা পেলে এই বিশ্ববিদ্যালয়ের সেশনজটসহ সকল মৌলিক সমস্যার দ্রুত সমাধান সম্ভব। দোয়া করবেন যেন বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারি।"


টিএ

নামাজের সময়সূচী

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪