বরগুনায় কাবাডি খেলা অনুষ্ঠিত
দেশর চলমান সঙ্কট সামনে রেখে বরগুনার বেতাগীতে নতুন প্রজন্মক উজ্জীবিত করতে ‘সকল সহিংসতা ও বৈষম্যের হোক অবসান, উপজলা গড়ি শান্তি সম্প্রীতির ঐক্যতান’ এ স্লোগানে অনুষ্ঠিত হয় কাবাডি প্রতিযাগিতা।
বুধবার (৩১ জুলাই) বিকেলে যুব ফারাম বেতাগী উপজলার আয়োজনে প্রত্যান্ত পল্লী হোসনাবাদ ইউনিয়নের খাঁনের হাট বাজারে এ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।
নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয় যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা দেখতে খাঁনের হাট বাজার মাঠ জড়ো হয় কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়া প্রেমী। খেলায় অংশ নেয় যুব ফোরাম একাদশ বনাম হাসনাবাদ যুব টিম। এ সময় সমাপনী খেলায় হোসনাবাদ যুব টিমক পরাজিত করে যুব ফোরাম একাদশ চ্যাম্পিয়ন হয়।
বেতাগী উপজলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন- বেতাগী উপজলা পরিষদ চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান।
বেতাগী উপজলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা কাবাডি এখন অনকটাই বিলুপ্তির পথে। কালের আবর্তনে এখন কাবাডি খেলা আর দেখা যায় না। সবার উদ্যোগে জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখতে হবে।
কেএ