ডাক বিভাগ থেকে সরানো হলো মহাপরিচালক তরুন কান্তিকে
ডাক বিভাগের মহাপরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে তরুন কান্তি সিকদারকে।
বুধবার (৩১ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মামুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ডাক বিভাগের মহাপরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে তরুন কান্তি সিকদারকে। সেখানে নতুন আরেকজনকে দায়িত্ব দেয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে ওই পদে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে এস এম শাহাব উদ্দীনকে নতুন মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানানো হয়।
এএজি