Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

নাঈম-নয়নের নেতৃত্বে কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদ

নাঈম-নয়নের নেতৃত্বে কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদ
(ছবি সংগৃহিত)

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নতুন কমিটি-২০২৪ গঠন করা হয়েছে। এতে  পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম আহমেদ সভাপতি এবং  নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান নয়ন সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন। তারা দু'জনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (০৯ আগস্ট) উপদেষ্টা কমিটি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে দিল্লুর রহমান সাদী, সজীব আহমেদ রিমন, মো: আলী আরাফাত সাফি, মারিয়া রহমান শারমিন, ওয়াহিদ জামান, মো: আব্দুল্লাহ, তামান্না ইয়াসমিন, আবছায়ার মল্লিকা, রাসেল আহমেদ, সাকিল আহমেদ সবুজ, শরিফুল ইসলাম, মো: ফারহান সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন। এদিকে মো. মাহাবুর রহমান, তন্ময় সরকার, অর্জুন চন্দ্র বর্মন, সেজান খান রিফা, তাসফিয়া তাকী, রুমা রানী দেব শর্মা, ইফফাত আরা নিশিতা যুগ্ম সাধারণ  সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে সাজ্জাদ হোসেইন, তালহা মুহাম্মদ ওমর, শাকিল সরকার, মো. আবুল হোসেন, ইসরাত জাহান মিম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। প্রচার সম্পাদক পদে  জাফর হাবীব, দপ্তর সম্পাদক পদে কাজী মিরাজ, অর্থ সম্পাদক পদে শাহরিয়ার আলম সাফল্য দায়িত্ব পালন কীবেন।

সভাপতি নাঈম আহমেদ বলেন, আমার উপর বিশ্বাস রেখে যে দায়িত্ব দেয়া হয়েছে তা দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করবো।  বিগত দিনগুলোর ন্যায় সামনের দিনগুলোতে সবার সমর্থন, সহযোগিতা থাকবে—এটাই কাম্য। সবাই মিলেমিশে এক হয়ে কাজ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

এ বিষয়ে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বলেন- স্বাধীনতার শুভেচ্ছা সঙ্গী করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নতুন কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন । আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো। উত্তরবঙ্গ ছাত্র পরিষদ শুধু একটা সংগঠন নয় এটা একটা পরিবার এবং আমাদের ভালোবাসার জায়গা। এই ভালোবাসার জায়গা থেকেই  সবাই মিলে সংগঠনে  ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করতে আমরা বদ্ধ পরিকর।

 
এএজি

সর্বশেষ

নামাজের সময়সূচী

শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন