জাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন তরীর নেতৃত্বে সাফায়েত-কাওসার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরী’র ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে গনিত বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সাফায়েত মীরকে সভাপতি এবং আইন ও বিচার বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল কাওসারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর ) তরী’র প্রধান উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের অধ্যাপক ড. মো. ওসমান গনি ও সভাপতি মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন- ইতিহাস বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সায়মা উলফাত তামান্না, অণুজীব বিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী কুয়াশা কায়রোজ হিরা, নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদ উল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন উদ্ভিদবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোঃ রায়হান উদ্দিন, প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মাহিদুল ইসলাম, উদ্ভিদবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জহিরুল ইসলাম।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে সাংগঠনিক সম্পাদক মোছাঃ নাজিয়া নিশাত , সহ-সাংগঠনিক সম্পাদক সুকর্ণা কুণ্ডু, কোষাধ্যক্ষ মোঃ সেজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ এম এম রাফিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমাইয়া আক্তার সিঁথি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম, শিক্ষা কার্যক্রম সম্পাদক তারেক আহমেদ, সহ-শিক্ষা কার্যক্রম সম্পাদক আতিকা শাম্মী, গ্রন্থাগার সম্পাদক শারমিন আক্তার, সহ-গ্রন্থাগার সম্পাদক ফাইরুজ সামিহা মিল্কি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক স্বর্ণা আক্তার, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার, ক্রীড়া সম্পাদক মোঃ ইমতিয়াজ আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক আসাদুল ইসলাম। এছাড়াও কমিটিতে ১০ জনকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে।
উল্লোখ্য, ২০০৮ সালের ২৮ এপ্রিল ‘আলোর পথে আমরা’ এই স্লোগানকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘তরী’ স্কুল সাত-আট জন পথশিশুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্বপ্নবাজ তরুণের হাতে শুরু হয় যাত্রা। তরী’র স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে পাঠদানের পাশাপাশি শিশুদের নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, শিক্ষা সফর, শিক্ষাসামগ্রী ও খাবার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।
এএজি