Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন সদস্য আহ্বান

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন সদস্য আহ্বান
ছবি: কুবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন সদস্য আহ্বান

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম , কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা নতুন সদস্য আহ্বান করেছে। গত ২০ নভেম্বর (বুধবার) থেকে সদস্য কার্যক্রম শুরু করেছে সংগঠনটি যা চলবে আগামী ২৭ নভেম্বর বুধবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০.০০টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদ সংলগ্ন বুুথ থেকে এ ফর্ম সংগ্রহ করা যাবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরাই নির্ধারিত ফর্মে আবেদন করতে পারবেন।

তরুণ লেখক ফোরামের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে— নতুন লেখকদের পরামর্শ, নির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান, লেখা সম্পাদনা ও পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করা , মাসিক সেরা লেখক ঘোষণা ও পুরস্কার প্রদান, বিষয়ভিত্তিক কর্মশালা ও মাসিক পাঠচক্রের আয়োজন , লেখালেখির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি , বিশেষ দিবসসমূহে প্রতিযোগিতার আয়োজন , মাসিক কুইজের আয়োজন এবং বিজয়ীদের পুরস্কার প্রদান ইত্যাদি। এছাড়াও ম্যাগাজিন প্রকাশ ও তরুণ লেখকদের সাথে দেশের স্বনামধন্য লেখকদের সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণদের লেখালেখিতে আগ্রহী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০১৮ সাল থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। পাশাপাশি নানাবিদ প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় লেখক ফোরাম। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) , ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ২২টি শাখার হাজার হাজার শিক্ষার্থী যুক্ত রয়েছেন লেখক ফোরামের সাথে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রায় অর্ধশতাধিক তরুণ মেধাবী শিক্ষার্থীরা লেখক ফোরামের নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রাজীব বলেন, "তারুণ্যের উদ্দীপ্ত শিখা সমাজ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। সমাজের সকল স্তরের বিশৃঙ্খলা , গোঁড়ামি, অন্যায়-অবিচার সবকিছু তারুণ্যের কলমের ধাঁচে ফুটে উঠবে—সেই লক্ষ্যে কাজ করছে তরুণ কলাম লেখক ফোরাম। পাশাপাশি দেশ বিনির্মাণে গঠনমূলক আলোচনার মাধ্যমে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করছে তরুণ সমাজ। আমাদের শাখার সার্বিক কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল। সবার আন্তরিক সহযোগিতায় কুবি শাখা দুর্দান্ত বেগে এগিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় নতুন সদস্য নিচ্ছি আমরা। যারা সুপ্ত প্রতিভাকে পরিস্ফুটিত করতে চান তাদের জন্য আমাদের এই প্লাটফর্ম।"


টিএ

নামাজের সময়সূচী

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪