কুবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) পালিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। সোমবার (১৬ই সেপ্টেম্বর) বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ জাকির সায়াদউল্লাহ খান উপস্থিত ছিলেন। তিনি বলেন, অনেক বছর পর স্বল্প পরিসরে বিশেষ তাৎপর্যপূর্ণ দিনে দোয়ার আয়োজন করতে পেরেছি। আজকের এ দিবসটি আগানীতেও যেন যথাযথ মর্যাদায় উদ্যাপন করা হয় তা প্রত্যাশা করছি। ভবিষ্যতে আমরা নাতে রাসুল (স.) ও সিরাত প্রতিযোগিতাসহ ইসলামের অন্যান্য প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা করব।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার রাসুলুল্লাহ (স.) এর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। সর্বশেষ বিশ্ব শান্তি ও মানবজাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ইসলাম ধর্মের মহামানব নবী কারীম (স) দু'টি ভিন্ন হিজরী সনের ১২ই রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেন এবং একই দিনে পরলোকগমন করেছেন।
এএজি