Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

প্রকাশ্যে আসলো জবি ছাত্রশিবিরের ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

প্রকাশ্যে আসলো জবি ছাত্রশিবিরের ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাত ১১ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে সংগঠনটির প্যাডে এ কমিটি প্রকাশ করা হয়। 

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে আছেন গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ইকবাল হোসেন শিকদার ও সেক্রেটারি হিসেবে ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আসাদুল ইসলাম। 

এছাড়াও অন্যান্যের মধ্যে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অফিস সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হক, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইব্রাহীম আলী, বায়তুলমাল সম্পাদক ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ শাওন সরদার, দাওয়াহ সম্পাদক হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ আরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাঈন উদ্দিন, স্কুল, বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান রাসেল, সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ মোঃ জুবায়ের আহমেদ। 

এছাড়া আবাসন ও পাঠাগার সম্পাদক ইসলাসিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মাসুম বিল্লাহ, ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিন আহমেদ, এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ জাহেদ, আইন সম্পাদক ইসলামের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সোহাগ আহমেদ।

কমিটি প্রকাশ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইকবাল হোসেন শিকদার বলেন, এ কমিটি নতুন গঠন করা নয়। ছাত্রশিবিরের সকল শাখার কমিটি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে বছরের জানুয়ারি মাসে গঠন করা হয়ে থাকে। তবে ক্যাম্পাসে ভীষণ প্রতিকূল পরিবেশ থাকায় ক্ষয়ক্ষতি এড়িয়ে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কাজ পরিচালনার জন্য কৌশলগত কারণে এতদিন কমিটি প্রকাশ করা হয়নি।

এর আগে গত ১১ অক্টোবর বিবৃতির মাধ্যমে শাখা ছাত্রশিবিরের সভাপতি, সেক্রেটারি ও প্রচার সম্পাদক প্রকাশ্যে আসেন।

 
কেএ

নামাজের সময়সূচী

রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪