Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

ইলিশ মাছের দাম নিয়ন্ত্রণে নিয়ে হাইকোর্টের রুল

ইলিশ মাছের দাম নিয়ন্ত্রণে নিয়ে হাইকোর্টের রুল
ছবি: সংগৃহীত

ইলিশ মাছের অবৈধ মজুত ও সিন্ডিকেটের কারণে বাড়তি দাম নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে সিন্ডিকেটের সঙ্গে জড়িতের বিষয়ে কেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ এবং ইলিশ মাছের দাম নিয়ন্ত্রণে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, রুলে তা-ও জানতে চেয়েছেন আদালত।

রবিবার (২৭ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী শেখ রফিকুল ইসলাম।

এর আগে ইলিশ মাছের মজুত ও সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রফিকুল ইসলাম এই রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করলেন আদালত।

 
এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪