Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

জাবির ইতিহাস বিভাগে অন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল

জাবির ইতিহাস বিভাগে অন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল
ছবি: জাবির ইতিহাস বিভাগে অন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের বিতর্ক সংগঠন 'হিস্ট্রি ডিবেটিং ক্লাব' এর আয়োজনে বিভাগের ২য় অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৩ টায় সংগঠনের প্রেস ও মিডিয়া সম্পাদক মো: ওয়াসিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল ( ৮ নভেম্বর) বাংলা এশিয়ান সংসদীয় বিতর্কের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হবে৷ এছাড়া আগামী ১০ নভেম্বর বিভাগের ২১৭ নং কক্ষে প্রতিযোগিতাটির পুরস্কার বিতরণী ও দ্বায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

এবারের ২য় অন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মো: আল লুবান।  

হিস্ট্রি ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো: জাকিউল খান প্রীতম বলেন, শুধু বিভাগে বিতর্ক চর্চা না, একইসাথে বিতর্কচর্চায় সকলকে উদ্বুদ্ধ করে যুক্তিবাদী সমাজগঠনে কীভাবে ভূমিকা রাখা যায় সেদিকেও লক্ষ্য রাখছে হিস্ট্রি ডিবেটিং ক্লাব।


টিএ