Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

জাবিতে পাখিদের নিরাপদ আবাস তৈরির কর্মসূচি ছাত্রদলের

জাবিতে পাখিদের নিরাপদ আবাস তৈরির কর্মসূচি ছাত্রদলের

পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গাছে মাটির হাড়ি বেঁধে পাখির নিরাপদ বাসা স্থাপন করেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

শনিবার (০৯ নভেম্বর ) এই কার্যক্রম শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক, এম আর মুরাদ, হাসান হাবিব, নিশাত আব্দুল্লাহ, রায়হান পারভেজ, তরিক আহমেদ,  রোকনুজ্জামান, সাকিব আহমেদ, আসাদ জামান, জাহিদ, আব্দুল গাফফার, ফিরোজ আহমেদ,  রিফাত মাহমুদ, নাঈম আহমেদ, তাওফিকুর রহমান, জাহিদ খান, সোলাইমান হোসেন, মেহেদী হাসান শেখ, মনির, আতিকুজ্জামান, সামিন ইয়াসার লাবিব, আদনান, নাদিম, রোহানসহ আরো অনেকে।

ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মুরাদ বলেন, প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পশুপাখিদের জন্য অভয়ারণ্য হিসেবে সারা বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিত। ঘন ঝোপঝাড় নিধন ও ব্যাপকহারে বিল্ডিং তৈরীর কারণে পাখিদের প্রাকৃতিক আবাসস্থল অনেক ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। সামনে পাখিদের প্রজননের মাসগুলোতে বিশেষত শালিক, ময়না, দোয়েল, চড়ুই, পাখিদের রক্ষণাবেক্ষণ ও তাদের জন্য কমফোর্টেবল আবাস তৈরী করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই ক্ষুদ্র প্রয়াস

প্রসঙ্গত, জুলাই-আগস্ট বিপ্লবের পর রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে ক্যাম্পাসের সক্রিয় হচ্ছে গত ১৬ বছর ধরে নিষ্ক্রিয় থাকা সংগঠনগুলো। এর মধ্যে ছাত্রদল এবং ছাত্রশিবির উল্লেখযোগ্য। নানা রকম কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনগুলো তাদের অবস্থান জানান দিচ্ছে।

 


কেএ

আরও পড়ুন