Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

জাবিতে ঘাতক রিকশা চালককে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল

জাবিতে ঘাতক রিকশা চালককে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল

ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ঘাতক রিকশা চালককে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল করেছে ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশ থেকে মশাল মিছিল বের করেন তারা।

মিছিলটি বটতলা এলাকা ঘুরে পুনরায় শহিদ মিনারের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রিকশা চালককে গ্রেফতারের দাবি জানায়। গ্রেফতারে ব্যর্থ হলে রবিবার থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেয়। 

রাচির সহপাঠী জান্নাতুননিসা মিম বলেন, রাচির খুনিকে আইনের আওতায় নেওয়া না পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না। হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে প্রয়োজনে আমার প্রাতিষ্ঠানিক সকল কার্যক্রম বন্ধ করে দিব। 

ইংরেজি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মাদ আলী চিশতি বলেন, আমরা মনে করি এটা একটি কাঠামোগত হত্যাকাণ্ড। ফ্যাসিস্ট আমলে যে অনিয়মগুলো ছিল সেই অনিয়ম বহাল থাকার কারণে আমাদের বোন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা একমাসও হয়নি ক্যাম্পাসে এসেছি। এই বৃহস্পতিবারে তার বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু তার মা-বাবা যে তার লাশ পাবে তারা সেটা কল্পনা করেনি৷ 

তিনি আরও বলেন, আমাদের বন্ধু হত্যার পর আমরা ১১ দফা দাবি জানিয়েছিলাম। আমাদের প্রথম দাবি ছিল খুনি রিকশা চালককে গ্রেফতার করতে হবে৷ কিন্তু এখন পর্যন্ত আমরা কোন কার্যকর পদক্ষেপ দেখি নাই৷ ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ এখনো তদন্ত করতে ক্যাম্পাসে আসে নাই৷  

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত দ্রুতগামী রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচি গুরুতর আহত হন৷ আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ও পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

 
কেএ

নামাজের সময়সূচী

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন