সিটিএফে দ্বিতীয় রানার্স-আপকে ইবির আইসিটি বিভাগের সংবর্ধনা
টিম IU_ZeroSkill-কে সংবর্ধনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ। বুয়েট সিএসই ফেস্ট-২০২৪ কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যাপচার দ্যা ফ্লাগ (সিটিএফ) এ দ্বিতীয় রানার্সআপ হওয়ায় তাদেরকে ক্রেস্ট দিয়ে এ সংবর্ধনা জানানো হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিভাগের ১০১ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ল্যাবরেটরি পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেন দলের সদস্যদের হাতে এ শুভেচ্ছা স্মারক তুলে দেন। এসময় সেখানে স্টুডেন্ট এসোসিয়েশন অব আইসিটি ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, মিডিয়া সেক্রেটারি সাজ্জাদ হোসেনসহ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টিমের সদস্যরা হলেন আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জুবায়ের আহমেদ, শাহিন রাজা, সম্রাট ভক্ত ও একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সামিউল কোরেশী সৌরভ। এসময় টিমের সদস্যরা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগের বিভিন্ন সাফল্য ও অর্জন নিয়ে দিকনির্দেশনামূলক নানা পরামর্শ দেন।
এর আগে গত ৩১ শে অক্টোবর বুয়েট সিএসই ফেস্ট-২০২৪ এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাইপর্বে উত্তীর্ণ ৩৪টি দলের মধ্যে ক্যাপচার দা ফ্লাগ প্রতিযোগিতায় অংশ নেয় ইবির এ দলটি। এতে ৭০০ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন তারা।
সাইবার নিরাপত্তা ভিত্তিক সিটিএফ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তথ্য নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা এবং বাস্তব জ্ঞান ব্যবহার করে সাইবার সিকিউরিটি সংক্রান্ত ক্রিপ্টোগ্রাফি, ওয়েব এক্সপ্লয়টেশন, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল ফরেনসিক, নেটওয়ার্ক অ্যানালাইসিস ইত্যাদি বিষয়ক বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান করে থাকে।
কেএ