কপ-২৯ সম্মেলনে যাচ্ছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন
আগামী ১১-২২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কপ-২৯ সম্মেলন। সারা পৃথিবী থেকে বত্রিশ হাজার জলবায়ু আন্দোলনের সক্রিয় কর্মী এই সম্মেলনে অংশ নিবেন। আর এবারের এই কপ-২৯ সম্মেলনে বাংলাদেশে থেকে প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থী এসএম শাহিন আলম।
কপ ২৯-এ বাংলাদেশের এজেন্ডা থাকবে তিনটি প্রধান বিষয়কে কেন্দ্র করে। এগুলো হচ্ছে জলবায়ু অর্থায়ন, অভিযোজন বাস্তবায়ন ও ক্ষয়ক্ষতির তহবিল কার্যকর করা। এই বিষয়ক বাংলাদেশের সরকারি দলের হয়ে প্রস্তাবনা রাখবেন শাহিন। এসএম শাহিন আলম সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা যা জলবায়ু পরিবর্তনের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত এলাকা হিসেবে চিহ্নিত। সেই এলাকার প্রতিনিধি হিসেবে একজন NACOM এবং CASA ফেলো হিসাবে সম্মেলনে থাকবেন তিনি।
শাহিন গণ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ও সমাজকর্ম বিভাগে পড়াশোনা করছেন। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের ব্যাজ নিয়ে ন্যাচার কনজার্ভেশন ম্যানেজমেন্টের (ন্যাকম) অর্থায়নে কপ-২৯ এ অংশ নিতে যাচ্ছেন তিনি। একইসাথে তিনি পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস'র ঢাকা বিভাগীয় সমন্বয়কারী।
কপ ২৯ সম্মেলনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শাহিন আলম জানান, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারি ব্যাজ নিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা বেশ আনন্দের। সমস্ত বিশ্ব নেতাদের সাথে একই বৈঠকে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে উপস্থিত হতে পারাও গৌরবের। বাংলাদেশের অধিকার ও স্থিতিস্থাপকতার পক্ষে ওকালতি করতে প্রতিশ্রুতি বদ্ধ হয়েই একটি টেকসই, ন্যায়সঙ্গত ভবিষ্যতের দিকে কাজ করতে চাই।’
এই বিষয়ে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন এই শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শাহিন আমাদের গর্ব। আমরা চাই গণ বিশ্ববিদ্যালয় থেকে শাহিনের মত হাজারো যুবক তৈরি হোক যারা সারা পৃথিবীতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। সকল উদীয়মান সন্তানদের সাফল্য কামনা করি।’
প্রসঙ্গত, গণ বিশ্ববিদ্যালয় থেকে এবারই প্রথমবারের মত বিশ্ব জলবায়ু সম্মেলনে কেউ প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন। এর আগে সর্বশেষ সম্মেলনটি ২০২৩ এ দুবাইতে অনুষ্ঠিত হয়।
এএজি