কেবি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কেবি কলেজ) একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সভাপতিত্ব করেন কেবি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. সফিউদ্দিন সেখ।
অনুষ্ঠানের শুরুতেই কেবি কলেজের প্রাক্তন শিক্ষার্থী জাইমুন ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়, যিনি ২০২৪ সালের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। এরপর অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'মেধা ও পরিশ্রমের মাধ্যমে তোমরা পৃথিবী জয় করতে পারবে। সময় ও মেধার সঠিক ব্যবহার করলেই সফলতা আসবে। বড়দের শ্রদ্ধা করতে হবে, মা-বাবার যত্ন নিতে হবে, এবং দেশের সেবা করতে হবে।'
অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, 'নতুন শিক্ষার্থীদের জন্য এটি একটি স্মরণীয় দিন। আমাদের কলেজের শিক্ষার্থীদের কাছে প্রাইভেট কিংবা কোচিংয়ের চেয়ে একাডেমিক কার্যক্রমই বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করবে।'
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা পুরো প্রাঙ্গণে উৎসবের আমেজ এনে দেয়।
কেএ