Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

জীব বিজ্ঞানে গবেষণায় বিশেষ স্বীকৃতি, বাকৃবির ৫ শিক্ষক পেলেন স্বর্ণপদক

জীব বিজ্ঞানে গবেষণায় বিশেষ স্বীকৃতি, বাকৃবির ৫ শিক্ষক পেলেন স্বর্ণপদক
ছবি: সংগৃহীত

জীব বিজ্ঞানে গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পাঁচ জন শিক্ষক ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস)’ থেকে স্বর্ণপদক অর্জন করেছেন।

শনিবার (৯ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এ বছর চার জন শিক্ষক পেয়েছেন ‘বিএএস স্বর্ণপদক’ এবং একজন পেয়েছেন ‘বিএএস-ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল গোল্ড মেডেল’। জীব বিজ্ঞানের বিভিন্ন শাখায় গত এক দশকেরও বেশি সময় ধরে গবেষণায় কৃতিত্বের জন্য এ স্বীকৃতি প্রদান করা হয়।

সিনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম (২০১৮), উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এম. এ. রহিম (২০১২) এবং সার্জারি ও অবস্ট্রেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী (২০১৭)। জুনিয়র ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান (২০১২)।

এছাড়া, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এম. শাহজাহান ‘বিএএস-ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল গোল্ড মেডেল’ পুরস্কার অর্জন করেন, যা ২০১৫ সালের গবেষণার জন্য প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম জাহিদ হাসান। বিএএস প্রেসিডেন্ট ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিএএস সচিব অধ্যাপক ড. হাসিনা খানসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সম্মান বাকৃবির শিক্ষকদের গবেষণা কার্যক্রমে আরো উৎসাহিত করবে এবং দেশের কৃষি ও জীব বিজ্ঞান গবেষণার অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

 
এএজি