Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

যবিপ্রবির এআইএস বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যবিপ্রবির এআইএস বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস(এআইএস) বিভাগের নবীনদের বরণ ও বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে এ অনুষ্ঠান শুরু হয়। এরপর অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আমজাদ হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এত সুন্দর আয়োজন দেখে সত্যিই বিস্মিত হয়েছি। আমি ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্র ছিলাম। শিক্ষার্থী অবস্থায় হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনার কিছু বিষয় পড়েছিলাম। এখন বুঝি সেগুলো কত গুরুত্বপূর্ণ। তোমরা যারা এই বিভাগে আছো, আমি মনে করি তোমাদের ক্যারিয়ার অনেক ভালো হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ও এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামাল হোসেন বলেন, তোমরা যারা এ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করতে যাচ্ছো। যদি তোমাদেরকে প্রশ্ন করি এখান থেকে কতটুকু শিখেছো? আমার অভিজ্ঞতা বলে, এখানে যা প্রয়োজন তার ১০ শতাংশও তোমরা অর্জন করতে পারোনি। পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ই তোমাকে ১০০ শতাংশ দিতে পারবে না। তোমাকে নিজের কাজের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে ১০০ শতাংশ অর্জন করতে হবে। তোমাদের জন্য শুভকামনা থাকবে যাতে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে পারো। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কাজ হবে তোমাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। এরপর দায়িত্ব তোমাদেরই নিতে হবে। একাডেমিক ফলাফলের পাশাপাশি নিজস্ব দক্ষতা গড়ে তোলার চেষ্টা করো, যাতে ভবিষ্যতে বড় জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও এআইএস বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীবৃন্দ।

 


এএজি

সর্বশেষ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন