Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

যবিপ্রবি কেমিক্যাল ক্লাবের প্রতিষ্ঠাকালীন নেতৃত্বে সাব্বির ও সিরাজ

যবিপ্রবি কেমিক্যাল ক্লাবের প্রতিষ্ঠাকালীন নেতৃত্বে সাব্বির ও সিরাজ
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ক্লাবের ১ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৪ এর সভাপতি পদে নির্বাচত হয়েছেন কেমিকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ সাব্বির হোসেন (মেহেদী) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২য় বর্ষ ২য় পর্বের শিক্ষার্থী মোঃ শাহজাহান সিরাজ। এই কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের মাধ্যমে কেমিক্যাল ক্লাবের যাত্রা শুরু হয়েছে।

৯ নভেম্বর (শনিবার) মোট ১৫ টি পদে কেমিকৌশল বিভাগের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে বেলা ১:৩০ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. মো: রাফিউল হাসান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনী ফলাফল ঘোষণার আগে নব নির্বাচিত কমিটির উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. মো: রাফিউল হাসান।

এছাড়া নবগঠিত কমিটিতে সহ-সভাপতি ৩য় বর্ষের মোঃ নাহিন আহমেদ ও কাজী তাফসির আহমেদ , যুগ্ম সাধারণ সম্পাদক ২য় বর্ষ ২য় পর্বের মোঃ আমির হোসেন অশ্রু ও নাহিয়ান আলম নাফি, সাংগঠনিক সম্পাদক ২য় বর্ষ ২য় পর্বের মোঃ শাহাদাৎ হোসেন শাহেদ, কোষাধ্যক্ষ ৩য় বর্ষের মোঃ আরিফ উল্যাহ , দপ্তর সম্পাদক ২য় বর্ষ ১ম পর্বের রায়হান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ২য় বর্ষ ১ম পর্বের আকবর হোসেন, নারী বিষয়ক সম্পাদক ২য় বর্ষ ২য় পর্বের মায়মুনা তাসনিম ও ২য় বর্ষ ১ম পর্বের আদ্রিতা আশরাফি রহমান, কার্যনির্বাহী সদস্য হিসেবে ২য় বর্ষ ২য় পর্বের তানভীর রহমান ও নাঈমুর রহমান এবং ২য় বর্ষ ১ম পর্বের মোঃ শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ সাব্বির হোসেন (মেহেদী) বলেন, যবিপ্রবির কেমিক্যাল ক্লাবের সভাপতি নির্বাচিত হতে পেরে আমি উচ্ছ্বাসিত। ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার সহপাঠী এবং বড় ও ছোট ভাই বোনদেরকে যারা আমাকে নির্বাচিত করেছেন এবং তাদের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর দিকনির্দেশায়, কেমিকৌশল বিভাগের সকলকে সাথে নিয়ে, ক্লাব এবং বিভাগের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই। খুব দ্রুত আমার করা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করব।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ বলেন, অনুষ্ঠিত কেমিক্যাল ক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হওয়ার মাধ্যমে আমার প্রথম কাজ হলো কেমিকৌশল বিভাগকে সুসংগঠিত করা এবং শিক্ষার্থীদের যদি কোন দাবি থাকে তা নিয়ে আন্তরিক ভাবে কাজ করা। আমি আশাবাদী যে এই ক্লাবের মাধ্যমে আমরা সবাই মিলে আমাদের বিভাগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

 
এএজি

আরও পড়ুন