Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

জাবির ইতিহাস বিভাগের ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠিত

জাবির ইতিহাস বিভাগের ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠিত
ছবি: জাবির ইতিহাস বিভাগের ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের ডিবেটিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন ৪৯ ব্যাচের শিক্ষার্থী জাকিউল সাকিব খান প্রীতম ও সাধারণ সম্পাদক হয়েছেন ৫০ ব্যাচের শিক্ষার্থী মাহদী আল হোসাইন৷   

সোমবার (১১ নভেম্বর) হিস্ট্রি ডিবেটিং ক্লাবের প্রেস ও মিডিয়া সম্পাদক নিশাত নওরিন রিমঝিম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷  

কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি (প্রশাসন) জাহিদুল ইসলাম আবিদ, সহ-সভাপতি (বিতর্ক) রাহাত চৌধুরী, যুগ্ম সম্পাদক (বিতর্ক) জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক (যোগাযোগ) ওয়াসিফ নুর সিয়াম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম ভূঁইয়া নিবিড়, অর্থ সম্পাদক জান্নাতুন্নেসা বিনতে জামান এমিলি, অনুষ্ঠান সম্পাদক মো: আল লুবান, দপ্তর সম্পাদক আসিফ আল ইমরান , শিক্ষা ও গবেষণা সম্পাদক শাহেদ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক সাইমুন রশিদ ইলহাম , প্রেস ও মিডিয়া সম্পাদক নিশাত নওরিন রিমঝিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অনন্যা সাহা। 

এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন ইশতিয়াক আহমেদ, তানজিল জাহিন জামি,মাসুম শিকদার অভি, সুমাইয়া খানম পুষ্প, মাহফুজা ইসলাম মনামী, সিফাত আরেফিন রিহাব এবং নাহিদ সুলতানা লিসা। 

এর আগে, গত ৮ নভেম্বর বিভাগে অনুষ্ঠিত দ্বিতীয় অন্তঃ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এবারের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দল '৩৬ শে জুলাই'। এই দলের বিতার্কিকরা হলেন শাহেদ হোসেন (৫১ ব্যাচ),সাইমুন রশিদ ইলহাম (৫১ ব্যাচ),আফিয়া ফারজানা বুশরা (৫২ ব্যাচ)।

রানার্স আপ হয় দল 'এক দফা'। এই দলের বিতর্কিকরা হলেন আসিফ আল ইমরান (৫১ ব্যাচ),মাসুম শিকদার অভি (৫২ ব্যাচ),মাহফুজা ইসলাম মনামি (৫২ ব্যাচ)। ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হন মো: আল লুবান (৫১ ব্যাচ)এবং ডিবেটার অব দ্য ফাইনাল হন শাহেদ হোসেন (৫১ ব্যাচ)।

পুরস্কার বিতরণী ও দায়িত্ব হস্তান্তর পর্বে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এমরান জাহান, হিস্ট্রি ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক পিংকি সাহা,অধ্যাপক এটিএম আতিকুর রহমান এর উপস্থিত ছিলেন । 
টিএ

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন