Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

ভারতীয় আধিপত্য পরাজয়ের সম্ভাবনা উঁকি দিচ্ছে: মাহমুদুর রহমান

ভারতীয় আধিপত্য পরাজয়ের সম্ভাবনা উঁকি দিচ্ছে: মাহমুদুর রহমান
সংগৃহিত ছবি

দৈনিক 'আমাদের দেশ' পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে ভুটানের একটি বন্ধুত্ব চুক্তি রয়েছে, যার মাধ্যমে তারা ভুটানের ওপর আধিপত্য বিস্তার করেছে। তবে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চুক্তি না করেও আমাদেরকে একধরনের উপনিবেশে পরিণত করেছিল। এখন আমাদের ছাত্রসমাজের মাধ্যমে ভারতীয় আধিপত্যকে পরাজিত করার এক বিরল সুযোগ সৃষ্টি হয়েছে।  

রোববার (১৭ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে 'জাস্টিস ফর জুলাই' আয়োজিত ‘শাহবাগ ও ফ্যাসিবাদ এবং নয়া বাংলাদেশের গতিপথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

ড. মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লব বাঙালি মুসলমানের জন্য এক নবজাগরণের পথ খুলে দিয়েছে। রেনেসাঁ সফল করতে হলে আমাদের সর্বক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। বাঙালি মুসলমানের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই এই বিপ্লব এগিয়ে নিতে হবে।  

তিনি আরও বলেন, দেশকে দ্রুত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কার্যক্রমের প্রতি আশাবাদী আমরা। তবে নির্বাচনের তারিখ নিয়ে মতবিরোধ থাকলেও এর মাধ্যমে সব সমস্যার সমাধান হবে না। লড়াই অব্যাহত রাখা হবে আমাদের প্রধান কাজ। ইতিহাস-ঐতিহ্যের গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।  

তিনি জানান, 'দৈনিক আমাদের দেশ' বাঙালি মুসলমানের পরিচয় ও ঐতিহ্য তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে কাজ চালিয়ে যাবে।  

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে সাহায্যের আড়ালে পাশ্ববর্তী রাষ্ট্র আধিপত্যবাদী মানসিকতা নিয়ে শাসন করার প্রয়াস চালিয়েছে। চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থানে অনেককেই মাস্টারমাইন্ড হিসেবে দেখা গেলেও মাহমুদুর রহমানই প্রথম ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়েছেন।  

সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, সহযোগী অধ্যাপক নাসির আহমদ, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল্লাহ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেসবাহ-উল-আজম সওদাগর। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও *জাস্টিস ফর জুলাই* আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।
টিএ

নামাজের সময়সূচী

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন