নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ ১৭ নভেম্বর দুপুর ২:৩০ মিনিটে ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।
এসময় উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা অক্তার, শিক্ষক উম্মে ফারহানা, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষকমন্ডলী এবং বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া চত্বরে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রেরিত বাছাইকৃত আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক, প্রথিতযশা অভিনেতা ও নির্মাতা মনোজ কুমার প্রামাণিক, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক মো. মেহেদী তানজির এবং মো. মাজহারুল হোসেন তোকদার।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ফিনিক্স ফটো এক্সিবিশন ২০২৪ এর জন্য শুভকামনা জানিয়ে বলেন, "এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ সৃজনশীলতা ও গতিশীলতার বিকাশে সহায়ক হবে।" তিনি প্রদর্শনীর ছবিগুলো পর্যবেক্ষণ করেন এবং এই আয়োজনে অংশগ্রহণকারী সকলের সফলতা কামনা করেন।
উল্লেখ্য, প্রদর্শনীর প্রথম দিনেই ফ্রি ফটোগ্রাফি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়, যেখানে প্রশিক্ষক হিসেবে ছিলেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ফাহিম ফয়সাল। দ্বিতীয় দিনের আয়োজনে থাকবে স্টোরি বেজড ফটোগ্রাফি ও মডেল কম্পিটিশন, যা আলোকচিত্রী ও দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হবে। প্রদর্শনীর সমাপনী দিনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হীরক মুশফিকের তত্ত্বাবধায়নে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই প্রদর্শনীর আয়োজন করেছে।প্রদর্শনীটি প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে তরুণদের পেশাগত দক্ষতা যাচাই এবং সৃজনশীলতার বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে বলে আয়োজকরা জানিয়েছেন।
টিএ