Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

পবিপ্রবি'তে ৫ম প্রাণী কল্যাণ কর্মশালা বাংলাদেশ অনুষ্ঠিত

পবিপ্রবি'তে ৫ম  প্রাণী কল্যাণ কর্মশালা বাংলাদেশ অনুষ্ঠিত
ছবি: পবিপ্রবি'তে ৫ম প্রাণী কল্যাণ কর্মশালা বাংলাদেশ অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লাইড এথোলজি (আইএসএই) এর আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম প্রাণী কল্যাণ কর্মশালা বাংলাদেশ ২০২৪ হয়েছে। 

২৭ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হল রুমে সকাল ৯.৩০ থেকে প্রাণী কল্যাণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটি এর আহবায়ক প্রফেসর ড. এ. কে. এম. মোস্তফা আনোয়ার এর সভাপতিত্বে ও সিকৃবি এর সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী এর সঞ্চালনা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও ভূমি অনুষদের অধ্যাপক মোঃ জামাল হোসেন, এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সল কবির, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো: লুৎফুর রহমান, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের আহবায়ক ডা. সফিউল আহাদ সরদার। আরো উপস্থিত ছিলেন আইএসএই এর কান্ট্রি লেইশোন অধ্যাপক ড. জসিম উদ্দিন সহ পবিপ্রবির বিভিন্ন অনুষদের শিক্ষকমন্ডলী ও গবেষকবৃন্দ, বরিশাল বিভাগে বিভিন্ন পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, গবেষকবৃন্দ ও ভেটেরিনারিয়ানগণ, অনুষদীয় পিএইচডি, এমএস, ডিভিএম ও এনএফএস এর শিক্ষার্থীসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। 

পবিপ্রবি, বাকৃবি, রাবি,সিকৃবি বিশেষজ্ঞগণ কর্মশালায় খাদ্য নিরাপত্তা ও পশু কল্যাণ নিয়ে ০৭ টি প্রবন্ধ উপস্থাপণ করেন। প্রবন্ধ উপস্থাপন শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা পশু আইন ও আমাদের দেশের পরিচালিত বিভিন্ন ভুল পদ্ধতির সমালোচনাও করা হয়।

প্রধান অতিথি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, " খাদ্য নিরাপত্তা নিয়ে ভাবতে হলে পশু কল্যাণের বিষয়ে চিন্তা করতেই হবে। অসুস্থ পশুকে আমরা চিকিৎসা না দিয়ে বিক্রি করে দিচ্ছি। দেখা যায় এন্টিবায়োটিক প্রয়োগ করার পরেই কসাইয়ের কাছে বিক্রি করে দিচ্ছি। ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। আমরা অতিরিক্ত লাভের আশায় পশুর নিরাপত্তার কথা না ভেবেই মোটাতাজা করছি। আমাদের খাদ্য নিরাপত্তা ও পশু কল্যাণ বিষয়ে আরও সচেতন হতে হবে। "


টিএ

নামাজের সময়সূচী

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন