Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

আবারও একই গ্রুপে ভারত ও পাকিস্তান

আবারও একই গ্রুপে ভারত ও পাকিস্তান
ছবি: সংগৃহীত

গত ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর যুদ্ধ পরিস্থিতিতে চলে গিয়েছিল ভারত ও পাকিস্তান। সে সময় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে না খেলার জন্য আওয়াজ তুলেছিলেন অনেক ভারতীয়। তবে কয়েক মাসের ব্যবধানে আবারও পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে ভারত।

আসন্ন এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের একই গ্রুপে প্রতদ্বন্দ্বিতা করার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮ ও ইন্ডিয়া টুডে।

জানা গেছে, এশিয়া কাপ আরব আমিরাতে আয়োজন করবে ভারত। দুবাইয়ে নিজেদের সব ম্যাচ খেলবে ভারত। তবে সূচি নিয়ে এখনও আলোচনা চলছে।

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, টুর্নামেন্টের সূচি এ ভেন্যু চূড়ান্ত করতে আগামী কয়েক দিনের মধ্যে আলোচনার টেবিলে বসবেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা এবং এসিসি ও পিসিবি সভাপতি মহসিন নাকভি। ৭ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টটি শুরু করার প্রস্তাব উঠেছে।

 


এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪