Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
সংগৃহীত ছবি

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একশ রান করার আগেই ৮ উইকেট হারিয়ে হারের শঙ্কায়ও পড়েছিল বাংলাদেশের যুবারা। তবে দলের বিপদে হাল ধরেন সামিউন বশির। তার অপরাজিত ৪৫ রানের সুবাদে এক উইকেটের জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করল বাংলাদেশ।

হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন আরমান মানাক। বাংলাদেশের হয়ে ৩২ রানে ৪ উইকেট শিকার করেছেন আল ফাহাদ। জবাবে খেলতে নেমে ২৮ ওভার ৪ বলে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

১২৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক শুরুর আভাস দেন জাওয়াদ আহমেদ। তবে ইনফর্ম এই ওপেনার পরের ওভারেই সাজঘরে ফেরেন। ৯ বলে ২০ রান করেছেন তিনি।

এরপর রিফাত বেগ, রিজান হোসেন ও আজিজুল তামিম দ্রুত ফেরায় বিপাকে পড়ে দল। মিডল অর্ডারে মোহাম্মদ আবদুল্লাহ-ফরিদ হাসানরা চেষ্টা করেছেন দলকে টেনে তোলার। তবে বড় ইনিংস খেলতে পারেননি। তাতে ৫৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।।

সপ্তম উইকেট জুটিতে আল ফাহাদকে সঙ্গে নিয়ে ৩১ রানের জুটি গড়েন সামিউন। তাতে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে এরপর দেবাশীষ দেবা ও ইকবাল ইমন দ্রুত ফেরায় আবারো হারের শঙ্কায় পড়ে দল। তবে শেষ পর্যন্ত উইকেটে থেকে ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সামিউন। দায়িত্ব নিয়ে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।


টিএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪