তৃষ্ণার হ্যাটট্রিকে তিমুরকে উড়িয়ে দিলো বাংলাদেশ

আন্তর্জাতিক ফুটবল মঞ্চে নারীদের উজ্জ্বল পারফরম্যান্স অব্যাহত রাখলো বাংলাদেশ। শুক্রবার (৮ আগস্ট) লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের নিও লাওস স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে নেই বাংলাদেশের মেয়েরা। ২০ মিনিটে কর্নার থেকে হেডে স্কোরশিট খুলেন সিনহা জাহান শিখা। ৩২ মিনিটে অলিম্পিক গোল করেন শান্তি মার্ডি—কর্নার থেকে সরাসরি বল জালে জড়িয়ে দেন তিনি। ৩৬ মিনিটে শান্তির আরেকটি কর্নার থেকেই হেডে গোল করেন নবিরন খাতুন। প্রথমার্ধের শেষদিকে তৃষ্ণা রানীর গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। এই স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।
দ্বিতীয়ার্ধেও থামেনি বাংলাদেশের গোলমেশিন। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা। এরপর ৭৩ মিনিটে ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে চমৎকার এক গোল করেন সাগরিকা। ৮৩ মিনিটে তৃষ্ণা পূর্ণ করেন হ্যাটট্রিক এবং এই গোলেও সহায়তা ছিল সাগরিকার। ম্যাচের শেষভাগে মুনকি আক্তারের গোল দলের পক্ষে অষ্টম গোল হিসেবে যোগ হয়।
এএজি