Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৩ মে ২০২৪

কক্সবাজারে বিচ কার্নিভালে ঘুড়ি উৎসব

কক্সবাজারে বিচ কার্নিভালে ঘুড়ি উৎসব

পর্যটন মেলা ও বিচ কার্নিভালের ৫ম দিনে অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব। এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পর্যটনের ভূমিকা শীর্ষক সেমিনারসহ নানা পর্ব অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের পক্ষ থেকে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

মেলার আয়োজনে প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

একইদিন সন্ধ্যায় জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন মানবসম্পদ) নাসিম আহমেদ এর সঞ্চালনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পর্যটনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, জাসদ নেতা নঈমুল হক চৌধুরী টুটুল, জাতীয় পাটির কেন্দ্রীয় নেতা মুফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা।

এছাড়াও অরুণোদয় স্কুলের শিশুদের অনুষ্ঠান, রাখাইন নাচ, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রাতে সংগীত অনুষ্ঠান শেষে থাকছে ডিজে শো।


টিএ