Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

ইবি শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী পদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি

ইবি শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী পদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি
ছবি সংগৃহিত

কোটা বৈষম্য নিরসনে আগামী ৪৮ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারকরে সংসদে আইন পাসের দাবিতে গণপদযাত্রা ও জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। জেলা প্রশাসক ও জেলা মাজিস্ট্রেট (ডিসি) এহেতেশাম রেজা ছুটিতে থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মহসীন উদ্দীন।

এরআগে সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় থেকে একটি গণপদযাত্রা বের করেন। পথযাত্রাটি মজমপুর হয়ে মুজিবচত্তর ঘুরে এসে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। তীব্র গরম উপেক্ষা করে এ কর্মসূচিতে কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেন। এতে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেন তারা। এসময় তারা মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছ সহ বিভিন্ন স্লোগান দেন।

স্মারকলিপি গ্রহনকালে সহকারী কমিশনার মহসীন উদ্দীন বলেন, আমরা প্রসিডিউর অনুযায়ী যথা স্থানে আপনাদের বার্তা পৌঁছে দিব। ইবির সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট বলেন, আমাদের আজকের দাবি রাষ্ট্রপতির কাছে। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের বার্তা পৌঁছাতে চাই। আমার চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশনে ডেকে কোটার যৌক্তিক সংস্কার করা হোক।


এএজি