কানে গুলিতে আহত হওয়ার পর ট্রাম্পকে বাইডেনের ফোন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রচার সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন। ৭৮ বছর বয়সী এ রিপাবলিকান পেনসিলভানিয়ায় গুলিবিদ্ধ হন।
নির্বাচনী সমাবেশে বন্দুকধারীর হামলায় আহত আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড
গভীর রাতে ফোন করে বাইডেন ট্রাম্পের স্বাস্থ্যের খোঁজ নেন। তবে কী বিষয়ে কথা হয়েছে বিস্তারিত জানা যায়নি। ট্রাম্পের একজন উপদেষ্টাও তাদের ফোনালাপের তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্পের ওপর যখন হামলা হয় তখন বাইডেন সাপ্তাহিক ছুটি কাটাচ্ছিলেন। পরে রাতে হোয়াইট হাউসে ফেরেন তিনি।
ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনায় এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমাকে ব্রিফ করা হয়েছে। আমি কৃতজ্ঞ যে, তিনি নিরাপদে আছেন এবং ভালো আছেন।
এএজি