Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

আইনজীবী হত্যা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবিতে বিক্ষোভ মিছিল 

আইনজীবী হত্যা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবিতে বিক্ষোভ মিছিল 

চট্টগ্রামে ইসকন কর্তৃক সরকারি আইনজীবী এড. সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা ও চলমান ইসকন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০ টায় সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করতে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে একত্রিত হয় ও মিছিল নিয়ে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে শহিদ মিনারের সামনে একত্রিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘ভারতের দালালি, চলবে না চলবেনা’, ‘এই বাংলায় হবে না, ইসকনের ঠিকানা’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই’, ‘খুনিদের বিচার, করতে হবে করতে হবে’, ‘আমার ভাইয়ের হত্যা কেনো, প্রশাসন জবাব চাই’, ‘বিচার চাই বিচার করো, ইসকনের বিচার করো’, ‘জঙ্গীবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘নিষিদ্ধ নিষিদ্ধ, ইসকন ইসকন’, ‘আমার সোনার বাংলায়, ইসকনের ঠাঁই নাই’—ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী জুনায়েদ মাসুদ বলেন, "আমাদের দেশ এবং অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। চারিদিক থেকে পতিত স্বৈরাচারের দোসরেরা ষড়যন্ত্র চালাচ্ছে। এমতাবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের ধর্মীয় দাঙ্গা আমাদের সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। দেশে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ গণমানুষের অধিকার। আমাদের মানবাধিকার লঙ্ঘনমূলক কাজ থেকে সতর্ক থাকতে হবে। মানবাধিকার চিরঞ্জীব হোক।"

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বলেন, পাবলিক প্রসিকিউটরকে কুপিয়ে হত্যা করে, আমরা এত তীব্র প্রতিবাদ জানাই। দ্রুততম সময়ে এর বিচার করতে হবে। বাংলাদেশ থেকে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। অখন্ড ভারত তত্ত্বকে নিয়ে তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে আইএস, জেএমবি যেমন নিষিদ্ধ, তেমনইভাবে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। 

ফার্মেসী বিভাগের নাঈমুর রহমান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য চক্রান্ত চলছে। তারা সরাসরি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে আছে, ভারত শেখ হাসিনাকে এদেশে পুনর্বাসন করতে চায়। আর তাই তারা ইসকনকে দিয়ে একাজ করাচ্ছে।

ইসলামের ইতিহাস বিভাগের ওমর বলেন, ২৪ ঘন্টার গ্রেফতারের দাবি এবং তিনমাসের মধ্যে বিচারের দাবি জানাই।

এছাড়াও শিক্ষার্থীরা আগামীকাল বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে গায়েবানা জানাযার ঘোষণা দেন।

 
কেএ

আরও পড়ুন