Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

আটলান্টিক মহাসাগর থেকে ৮৯ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

আটলান্টিক মহাসাগর থেকে ৮৯ অভিবাসীর মৃতদেহ উদ্ধার
ছবি সংগৃহিত

আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৮৯ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে মৌরিতানিয়ার কোস্টগার্ড। যাত্রী বোঝাই নৌকাটি সোমবার (১ জুলাই) মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে ডুবে গিয়েছিল। পাঁচ বছর বয়সী একটি মেয়ে শিশুসহ ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও কয়েক ডজন এখনও নিখোঁজ রয়েছেন।

জীবিতরা বলছেন, ডুবে যাওয়া নৌকাটি একটি ঐতিহ্যবাহী মাছ ধরার নৌকা ছিল। গত সপ্তাহে এটি সেনেগাল-গাম্বিয়া সীমান্ত এলাকা থেকে ১৭০ জন যাত্রী নিয়ে যাত্রা করেছিল। পথিমধ্যেই মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে এসে এটি ডুবে যায়।

পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছাতে অভিবাসীদের জন্য একটি মূল ট্রানজিট পয়েন্ট মৌরিতানিয়া। গত বছর দেশটি থেকে হাজার হাজার নৌকা ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছে। বিপজ্জনক এই রুটের সবচেয়ে সাধারণ গন্তব্য স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ। স্প্যানিশ সরকার বলেছে, গত বছর প্রায় ৪০ হাজার মানুষ সেখানে পৌঁছেছিল, যা এর আগের বছরের তুলনায় দ্বিগুণ।

ইউরোপে যেতে মরিয়া অভিবাসীরা প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় ভ্রমণ করে। দাতব্য সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাসের অনুমান, ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় ৫ হাজারেরও বেশি অভিবাসী মারা গেছেন।


এএজি

নামাজের সময়সূচী

রবিবার, ০৬ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪