Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

তিন শতাধিক পথশিশুর পাশে 'আইএইচডব্লিউ'

তিন শতাধিক পথশিশুর পাশে 'আইএইচডব্লিউ'
ফাইল ছবি

ঢাকার তিন শতাধিক পথশিশুর পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সংগঠন ইনিশিয়েটিভ ফর হিউম্যান ওয়েলফেয়ার (আইএইচডব্লিউ)৷ সংগঠনটি মাসব্যাপী প্রতিদিন একবেলা খাবারের একটি প্রকল্প হাতে নিয়েছে৷ 

বৃহস্পতিবার (৩ অক্টোবর)  রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়৷ 

প্রথমদিনে সংগঠনটি মুরগির বিরিয়ানি এবং এক বোতল খাবার পানি আকারে প্যাকেজ তৈরী করে৷ রাজধানীর হাতিরঝিল, কমলাপুর এবং মালিবাগের আশেপাশের এলাকায় এ কার্যক্রম চালানো হয়৷ ছিন্নমূল শিশুদের পাশাপাশি এ কার্যক্রমে বৃদ্ধরাও সহযোগিতা পেয়েছে৷ 

বেসরকারি এ সংগঠনটির কান্ট্রি হেড আহনাফ আবিদ বলেন, আমরা চাই একটি ক্ষুধামুক্ত সমাজ৷ যেখানে কাউকে রাতে ক্ষুধা নিয়ে ঘুমাতে যেতে হবে না৷ আমরা জানি এক বেলার এ আহারে আহামরি পরিবর্তন সম্ভব নয়; তবুও দেশ ও মানুষের কিছুটা পরিবর্তন হলেই ভালো লাগবে৷ আমরা সামনে চিকিৎসা ও খাদ্য নিয়ে বড় প্রকল্প সামনে নিয়ে আসবো৷ 

এ বিষয়ে সেচ্ছাসেবী কর্মী তাহমিনা আক্তার মনিরা বলেন, ভালো লাগছে ওদের পাশে দাড়াতে পেরে৷ একটি ক্ষুধামুক্ত বাংলাদেশ হোক এটাই প্রত্যাশা৷ 

সংগঠনটির চেয়ারম্যান এস এ মাহফুজা বলেন, দেশ ও মানুষকে নিয়ে ভাবতে হবে৷ প্রতিটি ছিন্নমূল শিশুরও স্বপ্ন আছে, জীবনবোধ আছে৷ ক্ষুধা নিয়ে কখনো স্বপ্ন দেখা সম্ভব না৷ আর জীবনবোধ পেতে প্রয়োজন সঠিকভাবে বেড়ে ওঠা৷ আমরা তাদের শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য এ তিন সেক্টরে বিনিয়োগ বাড়াতে চাই৷

 
কেএ

নামাজের সময়সূচী

রবিবার, ০৬ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪