Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর

মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর
সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পরিশোধের উদ্যোগ নিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

এ উদ্যোগ বাস্তবায়ন হলে ৮ হাজার ২২৯টি বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার ১ লাখ ৭৯ হাজার ২১৭ জন শিক্ষক-কর্মচারীর প্রতি মাসের ১ তারিখ বেতন-ভাতা ইএফটিতে পাবেন।

মাদরাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (অর্থ) আবুল বাসার গণমাধ্যমকে জানান, গত দু-মাস ১ তারিখেই সারা দেশের মাদরাসা শিক্ষকদের বেতন দেয়া হয়েছে। যেটা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর ও কারিগরি শিক্ষা অধিদফতর করতে পারেনি।

তিনি বলেন, মাদরাসার শিক্ষক-কর্মচারীরা যাতে খুব সহজেই মাসের ১ তারিখ বেতন-ভাতা পান, সে জন্য এই সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার (৭ই অক্টোবর) এক কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন এবং সভাপতিত্ব করবেন অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান।


টিএ

নামাজের সময়সূচী

রবিবার, ০৬ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪